রজব ১৪২৯ || জুলাই ২০০৮

মুহাম্মদ আরিফুর রহমান - গোপালগঞ্জ

১৩১৫. প্রশ্ন

আমি অযু অবস্থায় গাড়িতে করে এক স্থানে যাচ্ছিলাম। পথিমধ্যে সিটে বসে বসে আমার ঘুম এসে যায়। সিটে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। জানতে চাই, এভাবে ঘুমানোর কারণে আমার অযু নষ্ট হয়ে গিয়েছে কি না?

উত্তর

হেলান দিয়ে বা হেলান ছাড়াই বসে বসে ঘুমালে যদি ঘুমন্ত ব্যক্তি আসনের সাথে এঁটে বসে থাকে অল্প সময়ের জন্যও আসন থেকে শরীর উঠে না যায় তাহলে নির্ভরযোগ্য বক্তব্য অনুযায়ী এভাবে ঘুমানোর দ্বারা অযু ভাঙবে না। কিন্তু যদি ঘুমন্ত অবস্থায় শরীর আসন থেকে অল্প সময়ের জন্যও পৃথক হয়ে যায় তাহলে অযু নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার অযুর বিষয়টিও উপরোক্ত নিয়ম অনুযায়ী বিচার্য।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৯, বাদায়েউস সানায়ে  ১/১৩৫,  আলমুহীতুল  বুরহানী ১/২৮, আল বাহরুর রায়েক ১/৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন