রজব ১৪২৯ || জুলাই ২০০৮

রাশেদুল হক - দিনাজপুর

১৩১২. প্রশ্ন

হুজুর, আমি এক গরীব ঘরের ছাত্র। এ বছর ইন্টার পরীক্ষা দিয়েছি। সামনে এম.বি.এ পড়তে চাই। এটি অনেক ব্যয়বহুল। আমার বাবার জন্য এর ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ইদানীং কিছু শুভাকাঙ্খী বন্ধু খবর দিল গ্রামীন ব্যাংক স্টুডেন্ট লোন দেয়। তারা এর জন্য কোনো সুদ নেয় না। তবে সার্ভিস চার্জ হিসাবে ৫% দিতে হয়। এছাড়া এ লোন গ্রহণের জন্য আমার মাকে ব্যাংকের সদস্য হতে হবে। অর্থাৎ ব্যাংকে তার একাউন্ট করতে হবে এবং মাকেই এ লোন গ্রহণ করতে হবে। জানতে চাই, এ লোন গ্রহণ করা এবং তা দিয়ে পড়াশুনার খরচ চালানো বৈধ হবে কি না?

প্রকাশ থাকে যে, তাদের সাথে চুক্তিতে এটিও উল্লেখ থাকবে যে, পাশ করার পর অন্যত্র চাকরী না পেলে তাদের ব্যাংকে চাকুরীর সুযোগ করে দিবে।

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত স্টুডেন্ট লোন গ্রহণ করা বৈধ হবে না। কারণ সুদকে সার্ভিস চার্জ বলা হলে তা বৈধ হয়ে যায় না। লোন প্রদান করতে কোনো খরচ হলে শুধুমাত্র বাস্তবসম্মত এ খরচই (Actual Expenses) সার্ভিস চার্জ হিসাবে নেওয়ার অবকাশ আছে। বাস্তব খরচের অতিরিক্ত কিছুই নেওয়া জায়েয নয়। ৫% যে বাস্তব খরচের অনেক বেশি তা বলার অপেক্ষা রাখে না। তাই একে সার্ভিস চার্জ বলা হলেও প্রকৃতপক্ষে তা সুদই। এ ছাড়া লোন গ্রহণের জন্য মহিলার সদস্য হওয়া এবং তার উপস্থিতিকে শর্ত করা যেমন অযৌক্তিক তেমনি তা শরীয়ত বিরোধী।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন