শাহীন আলম - নরসিংদী
১৩০৯. প্রশ্ন
আমাদের গ্রামে ইমাম সাহেব ভুলবশত জানাযার নামাযে ৪ তাকবীরের স্থলে ৫ তাকবীর দিয়ে নামায শেষ করেন। মুসল্লিরা কেউ লোকমা দেয়নি। এভাবে লাশ দাফন করে ফেলে। পরবর্তীতে মুসল্লীদের এবং ইমাম সাহেবের ধারণা হল, নামাযে ৫ তাকবীর হয়েছে। এতে করে ইমাম সাহেব খুব ভয় পাচ্ছেন যে, এখন কী উপায় হবে? আল্লাহর কাছে কী জবাব দিব? অর্থাৎ ইমাম সাহেবের কী পরিণতি হবে। মুসল্লীদেরই বা কী হবে লোকমা না দেওয়ার কারণে। দয়া করে কুরআন-হাদীসের আলোকে জানিয়ে চিন্তামুক্ত করবেন।
উত্তর
জানাযার নামাযে চারের অধিক তাকবীর বলা ঠিক নয়। ভুলে বেশি হয়ে গেলে জানাযার কোনো ক্ষতি হবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ জানাযা নামায আদায় হয়ে গিয়েছে। এ নিয়ে সমালোচনা করা কিংবা ইমাম সাহেবকে দোষারোপ করা ঠিক হবে না।
উল্লেখ্য, ইমাম কখনো চারের অধিক তাকবীর বললে মুসল্লীগণ তখন তাকবীর বলবে না। ইমামের অনুসরণ করবে না; বরং চুপ থাকবে। এরপর যখন ইমাম সালাম ফিরাবে তখন মু্ক্তাদীগণও সালাম ফিরাবে।
-সহীহ মুসলিম ও শরহে নববী ১/৩০৯, বাদায়েউস সানায়ে ২/৫১, আল বাহরুর রায়েক ২/১৮৪, খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪, আদ্দুররুল মুখতার ২/১১৪