রজব ১৪২৯ || জুলাই ২০০৮

মুহাম্মদ হাসান - মুকসুদ পুর, গোপালগঞ্জ

১৩০৮. প্রশ্ন

অনেক মানুষকে দেখা যায়, তারা একা সুন্নত ও ওয়াজিব নামায আদায় করার সময় এমন আওয়াজ করে তাকবীর বলে যার আওয়াজ তার আশপাশের মানুষ ভালোভাবে শুনতে পায়। আমার প্রশ্ন হল, এতে তার নামাযের কোনো ক্ষতি হবে কি?

উত্তর

উল্লেখিত অবস্থায় উচ্চ স্বরে তাকবীর বলা সুন্নত পরিপন্থী। আর যদি তা অন্যের ইবাদতে বিঘ্ন ঘটার কারণ হয় তাহলে আরো আপত্তিকর। তাই এ থেকে বিরত থাকা জরুরি। তবে এ কারণে নামায নষ্ট হবে না।

-রদ্দুল মুহতার ২/৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন