শাবান-রমযান ১৪২৯ || আগস্ট ২০০৮

মুহাম্মদ হাসান বিন জাকির - আবদুল্লাহপুর, মুন্সিগঞ্জ

১৩৬২. প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম সাহেব থাকাকালীন সে না বালেগ শিশু দ্বারা আযান দেওয়ান। এমতাবস্থায় উক্ত আযান কি সঠিক হবে? দয়া করে এর সমাধান দিয়ে উপকৃত করবেন।

উত্তর

আযান শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল, যা বালেগ পুরুষ দ্বারাই হওয়া কাম্য। অবশ্য আযানের গুরুত্ব বোঝে এবং সহীহ শুদ্ধভাবে উচ্চস্বরে আযান দিতে পারে এমন নাবালেগ আযান দিয়ে দিলে তা সহীহ বলে গণ্য হবে। তবে তাকে নিয়মিত মুয়াযযিন বানানো আদৌ ঠিক নয়। আর একেবারে অবুঝ শিশুর আযান সহীহ নয়।

-মুসান্নাফ ইবনে শাইবা ১/২৫৬; বাদায়েউস সানায়ে ১/৩৭২; আলবাহরুর রায়েক ১/৪৪২; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৯-৫০; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫২০; আদ্দুররুল মুখতার ১/৩৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন