রায়হান ইবনে ফজলুর রহমান - নাটাই পাড়া, বগুড়া
১৩৬১. প্রশ্ন
বর্তমানে বাসা-বাড়িতে যে গ্যাসের লাইন নেওয়া হয় তা এই শর্তে যে, সারা মাস গ্যাস ব্যবহার করবে এবং মাস শেষে বিল বাবদ চারশত (৪০০/-) টাকা আদায় করতে হবে। উল্লেখ্য যে, এখানে কোনো মিটার সিস্টেম না থাকায় কতটুকু গ্যাস ব্যবহৃত হচ্ছে তা জানারও কোনো উপায় নেই। এখন কোনো পরিবার গ্যাসের লাইন নেওয়ার পর তার ভাড়াটে অথবা আশপাশের অন্য পরিবারকে যদি তার গ্যাস লাইনে সংযুক্ত চুলা ব্যবহার করার অনুমতি দেয় এবং তার বিনিময় গ্রহণ করে তবে এই বিনিময় জায়েয হবে কি না? যদি জায়েয না হয় তবে ভাড়াটের জন্য যেহেতু অন্য লাইন সংযুক্ত করা ব্যয় সাপেক্ষ তাই সে ক্ষেত্রে কী করা উচিত। অনুগ্রহ পূর্বক দলিলসহ জানানোর জন্য সবিনয় অনুরোধ করছি।
উত্তর
আবাসিক এলাকার জন্য সরকার বার্নার হিসাবে লাইন দিয়ে থাকে। ডাবল বার্নারে কেবল দুটি চুলা ব্যবহারের অনুমতি রয়েছে। আর সিঙ্গেল বার্নারে মাত্র একটি চুলা। সুতরাং অনুমোদন ছাড়া অতিরিক্ত সংযোগ দিয়ে বেশি চুলা জ্বালানো জায়েয হবে না। কেউ করলে তা আত্মসাৎ গণ্য হবে। আর এ থেকে অর্জিত টাকাও হারাম হবে। ভাড়াটিয়ার জন্য ভিন্ন চুলার ব্যবস্থা করতে হলে পৃথক অনুমোদন নেওয়া জরুরি। চাই এতে যাই খরচ হোক না কেন।
-ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৯০; রদ্দুল মুহতার ৬/৩৬