শাবান-রমযান ১৪২৯ || আগস্ট ২০০৮

ডা. ফজলুল হক - মিরপুর-১২

১৩৫৮. প্রশ্ন

আমি শ্বাসকষ্টের রোগী। আমার সারা বছর শীত-গ্রীষ্ম ইনহেলার ব্যবহার করতে হয়। রাতে এবং দিনে মোট চার বার নিতে হয়। তাই জানতে চাই, ইনহেলার ব্যবহারের দ্বারা রোযার কোনো ক্ষতি হয় কি না? যদি রোযা ভেঙে যায় তাহলে আমি কি রোযা রাখতে পারব না। আমি কি দিনের বেলা খানা-পিনা করতে পারব? এ বিষয়ে আমি খুবই চিন্তিত। একেকজন একেক ধরনের মত দিয়ে থাকে।

উত্তর

রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোযা ভেঙে যায়। তাই সাহরীর শেষ সময এবং ইফতারের সময় ইনহেলার ব্যবহার করলে যদি তেমন কষ্ট না হয় তবে রোযা অবস্থায় তা ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। হ্যাঁ, অসুস্থ বেশি হওয়ার কারণে দিনেও ব্যবহার করা জরুরি হলে তখন নিতে পারবেন। এক্ষেত্রে আপনার করণীয় হবে : ১. আপনি রমযানের রোযা রাখবেন। ২. উক্ত ওজরে ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবেন। ৩. আর পরবর্তীতে এর কাযা করে নিবেন। ৪. আর এ ওজর যদি সারা বছর থাকে তাহলে ফিদয়া আদায় করবেন।

-সূরা বাকারা ১৮৪; ফাতহুল কাদীর ২/২৮২; মাজমাউল আনহুর ১/৩৬১; রদ্দুল মুহতার ২/৩৯৫; মাজাল্লাতু মাজমায়িল ফিকহিল ইসলামী সংখ্যা ১০ ভলিউম ২, পৃ ৩১-৬৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন