মুহাম্মদ সাইফুল ইসলাম - নওদাকুর্শা, কুষ্টিয়া
১৩৫৭. প্রশ্ন
এক রাত্রিতে আমার স্বপ্নদোষ হয়েছে কিন্তু গোসল না করে শুধু ওযু করে সাহরী খেয়েছি। আমার রোযা কি আদায় হয়েছে? নাকি কাযা করতে হবে?
উত্তর
ঐ রোযাটি আদায় হয়েছে। তার কাযা করতে হবে না। সাহরী খাওয়া এবং রোযা শুরু করার জন্য শারীরিক পবিত্রতা জরুরি নয়। উল্লেখ্য, বিনা কারণে ফরয গোসলে বিলম্ব করা অনুচিত।
-সহীহ বুখারী ১/২৫৮, এলাউস সুনান ৯/১৭৭; মারাকীল ফালাহ ২৬২; আলবাহরুর রায়েক ২/২৭৩; আদ্দুররুল মুখতার ২/৪০০