শাবান-রমযান ১৪২৯ || আগস্ট ২০০৮

মুহাম্মদ যাকারিয়া - বিক্রমপুর

১৩৫৩. প্রশ্ন

যে তিনদিন কুরবানী করা যায় ঐ দিনগুলিতে গোশত খাওয়ার উদ্দেশ্যে হাঁস, মুরগী জবাই করা যাবে কি? অনেকে বলে থাকেন যে, যাবে না। সঠিক সমাধান চাই।

উত্তর

হ্যাঁ, কুরবানীর দিনসমূহেও হাঁস, মুরগী জবাই করা জায়েয। এ সময় হাঁস, মুরগী জবাই করা যাবে না-একথা ঠিক নয়। তবে কুরবানীর নিয়তে করা যাবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৪; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৯০; রদ্দুল মুহতার ৬/৩১৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন