শাবান-রমযান ১৪২৯ || আগস্ট ২০০৮

আব্দুল্লাহ সাকী - লালবাগ, ঢাকা

১৩৪৭. প্রশ্ন

জনৈক ব্যক্তি ফজরের নামায জামাতের সাথে পড়ছিল। দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে লোকটি ঘুমিয়ে পড়ে। এরপর সালামের শব্দ শুনে ঘুম থেকে উঠে বসে সাথে সাথে সালাম ফিরিয়ে দেয়। জানতে চাই, তার নামায হয়েছে কি না?

উত্তর

লোকটির নামায সহীহ হয়নি। কারণ শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসা ফরয। এই ফরয আদায় না হওয়ায় তার ঐ নামায নষ্ট হয়ে গেছে। নামাযটির কাযা পড়ে নেয়া ফরয।

-বাদায়েউস সানায়ে ১/৩০০; শরহুল মুনিয়া ৪৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/৯২; রদ্দুল মুহতার ১/৫৯৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন