শাবান-রমযান ১৪২৯ || আগস্ট ২০০৮

মুহাম্মদ পলাশ - ভালুকা, ময়মনসিংহ

১৩৪৪. প্রশ্ন

জনৈক ব্যক্তি সূরা ফাতিহার পূর্বে ভুলে তাশাহুদ পড়ে ফেলে। স্মরণ হওয়া মাত্র সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলায়। কিন্তু নামায শেষে সাহু সিজদা করেনি। জানতে চাই, তার নামায হয়েছে কি না?

উত্তর

প্রশ্নোক্ত অবস্থায় ঐ ব্যক্তি সাহু সিজদা না করে ঠিকই করেছে। কারণ ঐ ভুলের কারণে বিশুদ্ধ মত অনুযায়ী সাহু সিজদা ওয়াজিব হয় না। সুতরাং তার নামায সহীহ হয়েছে।

-আলবাহরুর রায়েক ২/৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; ফাতাওয়া খানিয়া ১/১২২; ফাতহুল কাদীর ১/৪৩৯; হাশিয়াতুত্তাহতাবী আলাল মারাকী পৃ. ২৫১; তাহতাবী অলাদ্দুর ১/৩১১; শরহু মুনয়াতুল মুসাল্লী পৃ. ৪৬০; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭২০; আননাহরুল ফায়েক ১/৩২৪; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৬৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন