মুহাম্মদ রাশেদুল কাদের - ফরিদাবাদ, ঢাকা
১৩৪২. প্রশ্ন
আমরা এতদিন শুনেছি, তাকবীরে তাশরীক তিন বার পড়তে হয়, কিন্তু এক ব্যক্তি থেকে শুনলাম এক বার পড়তে হয় এবং এক ইমাম সাহেবকে বলতে শুনেছি, এক বার পড়া ওয়াজিব এবং তিন বার পড়া সুন্নত। এখন প্রশ্ন হল, কোনটা সঠিক, জানালে চির কৃতজ্ঞ থাকব।
উত্তর
তাকবীরে তাশরীক একবার পড়াই নিয়ম। তিনবার পড়া মুস্তাহাব-একথা বিশুদ্ধ মত অনুযায়ী ঠিক নয়। অবশ্য এ নিয়ে ফিকহবিদগণের মাঝে মতানৈক্য আছে। তাই এ বিষয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়।
-রদ্দুল মুহতার ২/১৭৮; মাজমাউল আনহুর ১/২৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৩; তাহতাবী আলাল মারাকী ২৯৪; ইমদাদুল ফাতাওয়া ১/৪৮৪