তানিয়া - ঢাকা
১৩৮০. প্রশ্ন
আমার বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে আমাকে স্বর্ণালংকার ও হীরার অলংকার দেওয়া হয়। এগুলো আমি ব্যবহার করে থাকি। স্বর্ণালংকারের যাকাত আদায় করি। প্রশ্ন হল, হীরার অলংকারের যাকাত দিতে হবে কি না?
উত্তর
হীরার উক্ত অলংকারের উপর যাকাত ফরয নয়। তবে হীরার অলংকারে স্বর্ণ-রূপা থাকলে সেই সোনা-রূপার যাকাত দিতে হবে।
-আলবাহরুর রায়েক ২/২২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২; আদ্দুররুল মুখতার ২/২৭৩