রমযান ১৪২৯ || সেপ্টেম্বর ২০০৮

মুহাম্মদ শাহাদাত হুসাইন - মিরপুর, ঢাকা

১৩৭৮. প্রশ্ন

ভুলবশত বিতর নামাযে দুআয়ে কুনূত জোরে পড়ার দ্বারা সাহু সিজদা ওয়াজিব হবে কি না? আমাদের মহল্লার ইমাম সাহেব বলেছেন, সাহু সিজদা করতে হবে না। উক্ত ইমাম সাহেবের কথা কতটুকু সঠিক জানালে উপকৃত হব।

উত্তর

দুআ কুনূত আস্তে পড়া মুস্তাহাব। জোরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না।

-আলবাহরুর রায়েক ২/৯৭; তাহতাবী আলাল মারাকী ২৫১; রদ্দুল মুহতার ২/৮২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন