রমযান ১৪২৯ || সেপ্টেম্বর ২০০৮

মুসাম্মৎ মাহফুযা - ঢাকা

১৩৭৬. প্রশ্ন

আমি একজন শিক্ষিকা। কুরআন শরীফ পড়াই। তাই জানতে চাই, মেয়েদের মাসিক চলাকালীন কুরআন শরীফ পড়ানোর পদ্ধতি কী?

উত্তর

ঋতুমতী মহিলার জন্য কুরআন শরীফ তিলাওয়াত করা নিষিদ্ধ। এ সময়ে কাউকে শিখানোর উদ্দেশ্যেও তা পড়া যাবে না। এক্ষেত্রে শেখানোর জন্য অন্য কোনো ব্যবস্থা রাখা উচিত। অবশ্য ভিন্ন ব্যবস্থা না থাকলে একটি করে শব্দ বলে দিবে এবং প্রত্যেক শব্দের পর ওয়াকফ করবে। এছাড়া বানান করেও পড়া বলে দিতে পারবে।

উল্লেখ্য, ঋতুমতী মহিলার জন্য কুরআন শ্রবণ করা জায়েয, তাই এ অবস্থায় ছাত্রীদের পড়া শুনতে কোনো অসুবিধা নেই।

-জামে তিরমিযী ১/৩৪; আলমুহীতুল বুরহানী ১/৪০৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩০; আদ্দুররুল মুখতার ১/২৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন