মাওলানা আবদুল ওয়াদুদ - গাজীপুর
১৩৭৫. প্রশ্ন
আমি দাওরা হাদীস পড়ার পর সালে বের হয়েছি। তাবলীগ জামাতের সাথীদের সাথে বিভিন্ন সময় মাসআলা-মাসায়িল মুযাকারা করি। একপর্যায়ে আমি বলেছি যে, বিতর নামাযে দুআয়ে কুনুত পড়া ওয়াজিব কিন্তু তাকবীর বলা ও হাত উঠানো সুন্নত। এক লোক বললেন যে, আমি বড়দের সাথে অনেক সময় লাগিয়েছি। তাদের থেকে শুনেছি যে, দুআয়ে কুনুত পড়া, তাকবীর বলা এবং হাত উঠানো সবই ওয়াজিব। এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানতে চাই।
উত্তর
লোকটির কথা ঠিক নয়। বিতর নামাযে দুআয়ে কুনুত পড়া ওয়াজিব। কুনূতের সময় তাকবীর বলা নির্ভরযোগ্য মতানুযায়ী সুন্নত। ভুলবশত তা ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। আর কুনূতের তাকবীর বলার সময় হাত উঠানোও সুন্নত।
-আলবাহরুর রায়েক ২/৯৬; রদ্দুল মুহতার ১/৪৬৮; তাহতাবী আলাদ্দুর ১/২২৪