রমযান ১৪২৯ || সেপ্টেম্বর ২০০৮

মুহাম্মদ নূর মুহাম্মদ - লৌহজং

১৩৭৪. প্রশ্ন

একটি কবর দেখাশুনার দায়িত্ব আমার উপর ন্যস্ত। আমি কবরের উপর থেকে ঘাস কেটে এনে গরুকে খাওয়াই। জনৈক আলেম বললেন, তা থেকে ঘাস কাটা ঠিক নয়। আমি তাকে বললাম, এগুলো না কাটলে এখানে হিংস্র প্রাণীর আস্তানা হয়ে যাবে। তিনি বললেন, তারপরও কাটা ঠিক নয়। এ ব্যাপারে সঠিক সামাধান চাই।

 

উত্তর

কবরের উপরের গাছপালা বা ঘাসলতা একেবারে সমূলে উৎপাটন না করা ভালো। এসব কিছু আল্লাহর যিকর করে এবং যিকরের দ্বারা মৃত মানুষ উপকৃত হয়। তবে কবরস্থান যেন জঙ্গলে পরিণত না হয়ে যায় সে লক্ষ্যে প্রয়োজনীয় কাটাকাটি করতে বাধা নেই।

-সহীহ বুখারী ১/১৮২; ইলাউস সুনান ৮/৩৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৭৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন