হুমায়ুন কবীর - মানিকগঞ্জ
১৪৩৭. প্রশ্ন
এক ব্যক্তি দুই কোটি টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করেছে। পরে বাড়িটি ভাড়া দিয়ে দিয়েছে। তার উপর কি ঐ বাড়ির মূল্যের উপর যাকাত ফরয হবে?
উত্তর
না, বাড়িটির মূল্যের উপর যাকাত ফরয নয়। তবে বাড়িটির আয়ের যে অংশ যাকাতের বর্ষ শেষে অবশিষ্ট থাকবে তার যাকাত দিতে হবে।
-হেদায়া ২/১১৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৪১; তাহতাবী আলাদ্দুর ১/৩৯২; রদ্দুল মুহতার ২/২৬৫