শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

আরেফীন - মাগুরা

১৪৩৬. প্রশ্ন

হুজুর! আমি গার্মেন্টস পোশাক সেলাই করে দেই। পার্টি মাল কিনে সাইজ বলে দেয়। আমি লোক দিয়ে সেলাই করে দেই। এ বাবদ প্রায় ৫০ হাজার টাকা আমার পাওনা আছে।

জানতে চাই, এই টাকার যাকাত দিতে হবে কি না? বিল পরিশোধের তারিখ বিগত হয়ে গেছে।

উত্তর

পারিশ্রমিক হস্তগত হওয়ার আগে তার উপর যাকাত ফরয হয় না।  তাই ঐ ৫০ হাজার টাকা হস্তগত হওয়ার আগে তার যাকাত ফরয হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫; বাদায়েউস সানায়ে ২/৯০; রদ্দুল মুহতার ২/৩০৫,৩০৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন