আরমান - উত্তরা, ঢাকা
১৪৩১. প্রশ্ন
আমার দাদির চোখের জটিল রোগ আছে। ডাক্তার নিয়মিত এক ঘন্টা অন্তর ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এখন তিনি রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে পারবেন কি না?
উত্তর
চোখে ড্রপ ব্যবহার করলে রোযা ভাঙ্গে না। তাই আপনার দাদি রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে পারবেন। এতে রোযার কোনো ক্ষতি হবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩; সুনানে আবু দাউদ ৩২৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩