উম্মে আব্দুল্লাহ - ঢাকা
১৪২৯. প্রশ্ন
আমাদের গ্রামে কেউ মারা গেলে কুরআন খতম করিয়ে বিনিময়ে টাকা দেওয়া হয়। এভাবে দেওয়া তো নাজায়েয, এখন এরূপ না করে ঐ টাকা মসজিদ বা মাদরাসায় দেওয়া ছওয়াবের কাজ কি না? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
হাঁ, মৃতের ছওয়াবের উদ্দেশ্যে মাদরাসা-মসজিদে টাকা দেওয়া জায়েয হবে।
-হেদায়া ১/২৯৬; ফাতহুল কাদীর ৩/৬৫; আলবাহরুর রায়েক ৩/৫৯; আদ্দুররুল মুখতার ২/২৪৩