শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মুহাম্মাদ নূরুল ইসলাম - পাবনা

১৪২৬. প্রশ্ন

আমাদের গ্রামের এক ভাইয়ের তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। স্বামী কাজ থেকে এসে বাড়িতে স্ত্রীকে না পেয়ে স্ত্রীর কাছে ফোন করে এবং ফোনে তিন তালাক দেয়। তালাক দেওয়ার পর স্ত্রী বেহুশ হয়ে যায়। পাশে একজন লোক ছিল তারা তাকে বলল, তালাক দিলে কেন? তখন সে বলল, আমি ওকে রাখব না। তাই তিন তালাক দিলাম। পরে সে ঐ মহিলার সাথে ঘর করতে চায়। এরপর গ্রামের এক মৌলবী সাহেবের কাছ থেকে ঐ লোক তালাকের বিষয় জানতে চেয়ে বলে যে, আমি রাগের মাথায় ফোনে তিন তালাক দিয়েছিলাম। এখন আমি তার সাথে ঘর করতে চাই। তখন তিনি তাদের মাঝে দ্বিতীয় বার বিবাহ পড়িয়ে দেন। এখন তারা ঘর সংসার করছে। এ বিষয়ে কুরআন ও হাদীসের আলোকে জানিয়ে বাধিত করবেন।

 

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ দম্পতির একত্রে বসবাস সম্পূর্ণ হারাম ও ব্যভিচার হচ্ছে। রাগবশত তালাক দিলেও তালাক হয়ে যায়। তাই তালাকের পর থেকে তারা একে অপরের জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে গেছে। এ অবস্থায় তাদের পুনরায় বিয়ে পড়িয়েও একত্রে থাকা হালাল নয়। তাই তাদের এখনি পৃথক হয়ে যাওয়া জরুরি।

-সূরা বাকারা ২৩০; সহীহ বুখারী ২/৭৯১; সুনানে দারাকুতনী ৪/১৩; রদ্দুল মুহতার ৩/২৪৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন