শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মারূফ হাসান - নারায়ণগঞ্জ

১৪১৭. প্রশ্ন

তাকবীরে তাহরীমার ক্ষেত্রে হাত উঠিয়ে এরপর তাকবীর বলবে নাকি হাত বেঁধে তারপর তাকবীর বলবে? সহীহ পদ্ধতি কোনটি?

উত্তর

তাকবীরে তাহরীমা বলার নিয়ম হল, প্রথমে উভয় হাত কান পর্যন্ত উঠাবে এরপর তাকবীর বলবে। হাত বাঁধার পর তাকবীর বলা নিয়মসম্মত নয়।

-আসসিআয়াহ ২/১৪৯; শরহুল মুনিয়্যাহ ২৯৮; আলবাহরুর রায়েক ১/৩০৫; আদ্দুররুল মুখতার ১/৪৮৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন