শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মুহাম্মাদ মারুফ হাসান - নারায়ণগঞ্জ

১৪১৬. প্রশ্ন

নামায হয়ে যায় এ পরিমাণ কেরাত পাঠ করার পর লোকমা দেওয়া বৈধ কি না?

উত্তর

নামায হয়ে যায় এ পরিমাণ কেরাত পাঠ করার পরও প্রয়োজনে লোকমা দেওয়া জায়েয়। এক্ষেত্রে ইমাম সাহেবের জন্য লোকমা গ্রহণ করারও সুযোগ আছে। তবে সুন্নত পরিমাণ কেরাত পড়া হয়ে গেলে লোকমার জন্য অপেক্ষা করবে না। এক্ষেত্রে রুকুতে চলে যাওয়াই ভালো। অবশ্য তারাবীহ-এর বিষয়টি স্বতন্ত্র। কারণ সেখানে খতম করা উদ্দেশ্য থাকে। তাই খতমে তারাবীহতে যে কোনো পরিমাণ পড়ার পরও প্রয়োজনে লোকমা আদান-প্রদান করতে পারবে।

প্রকাশ থাকে যে, মুক্তাদী লোকমা দেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবে না। কেননা, প্রয়োজন ছাড়া লোকমা দেওয়া মাকরূহ।

-শরহুল মুনিয়্যাহ ৪৪০; ফাতহুল কাদীর ১/৩৪৮; আদ্দুররুল মুখতার ১/৬২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন