শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মুহাম্মাদ হেদায়াতুল্লাহ - মিরপুর, ঢাকা

১৪১৫. প্রশ্ন

জনৈক ব্যক্তি মান্নত করল যে, তার অমুক কাজটি পূর্ণ হলে একটি বকরি সদকা করবে। ফলে তার কাংখিত কাজটি পূর্ণ হওয়ার পর সে একটি বকরির বাচ্চা, যার বয়স আনুমানিক তিন/চার মাস হবে, দান করেছে। তার এই মান্নত আদায় হয়েছে কি? আর পশুর মান্নত পুরা হওয়ার জন্য সেগুলো কুরবানীর বয়সোত্তীর্ণ হওয়া জরুরি কি না?

উত্তর

ছাগলের ঐ বাচ্চা দেওয়ার দ্বারা মান্নত আদায় হয়নি। মান্নতের জন্যও অন্তত এক বছর বয়সী ছাগল সদকা করা জরুরি। কারণ মান্নত আদায়ের জন্য কুরবানীযোগ্য পশু হওয়া শর্ত।

-বাদায়েউস সানায়ে ৪/২৩৩; আলবাহরুর রায়েক ৪/২৯৬; তাহতাবী আলালমারাকী ২/৩৪০; আদ্দুররুল মুখতার ৩/৭৩৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন