মুহাম্মাদ জিয়াউল হুদা - মিরপুর-১, ঢাকা-১২১৬
১৪১৪. প্রশ্ন
আমি একজন ব্যবসায়ী। আমার দোকানে বছরের শুরুতে ৭০ হাজার টাকার মাল ছিল। বছরের শেষে তা বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ২০ হাজার টাকায় দাড়িয়েছে। আমার প্রশ্ন হল, আমি কি ৭০ হাজার টাকার যাকাত দিব নাকি ১ লক্ষ ২০ হাজার টাকার যাকাত দিতে হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে ১ লক্ষ ২০ হাজার টাকারই যাকাত আদায় করতে হবে। কারণ মূল নেসাবের সাথে বছরের মাঝে যা সংযুক্ত হবে বছরান্তে সেগুলো হিসাব করে পুরো স্থিতির যাকাত দিতে হয়। বছরের মাঝে অর্জিত সম্পদের উপর পৃথকভাবে বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়।
-মুসান্নাফে ইবনে আবি শায়বা ৬/৪৮১; ইলাউস সুনান ৭/৫৮; বাদায়েউস সানায়ে ২/৯৬; শরহুন নুকায়া ১/৩৬৮; আলবাহরুর রায়েক ২/২২২