আবদুল করীম - বি.বাড়িয়া
১৪০৮. প্রশ্ন
দুই সেজদার মধ্যবর্তী বৈঠকে হাদীসে কোনো দুআ বা যিকিরের কথা এসেছে কি না? অনেকে বলে, এ সময় চুপ থাকবে ও কোনো কিছু পড়বে না। বিষয়টা হাদীস ও সুন্নাহর আলোকে জানতে চাই।
উত্তর
হাদীস শরীফে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাযে দুই সেজদার মধ্যবর্তী বৈঠকে হাদীসে নিম্নোক্ত দুআ পড়তেন-
اَللّهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَعَافِنِيْ، وَاهْدِنِيْ، وَارْزُقْنِيْ.
-সুনানে আবু দাউদ ১/১২৩, সুনানে তিরমিযী ১/৬৪; সুনানে ইবনে মাজাহ ১/৬৪; সুনানে নাসায়ী ১/১২৮
কোনো কোনো ফকীহ নফল নামাযের মতো ফরয নামাযেও দুআটি পড়াকে মুস্তাহাব বলেছেন। কেননা, নামাযের কোনো রুকন বা কোনো কাজ যিকিরশূন্য রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রীতির বিরোধী কাজ। তবে উপরোক্ত দুআটি সংক্ষিপ্তভাবে এ শব্দেও বর্ণিত হয়েছে-
رَبِّ اغْفِرْ لِيْ، رَبِّ اغْفِرْ لِيْ
তাই এভাবেও পড়া যায়।
-আসসিআয়া ২/২০৯; ইলাউস সুনান ৩/৪৩; তাবয়ীনুল হাকায়েক ১/১১৮; আদ্দুররুল মুখতার ১/৫০৫; ইমদাদুল ফাতাওয়া ১/১৩২