শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

বিলকিস আক্তার শামীম - উত্তরা, ঢাকা

১৪০০. প্রশ্ন

হুজুর! আমি মাসআলা জেনেছি যে, রমযান মাসে দিনের বেলায় হায়েয বন্ধ হয়ে গেলে ইফতার পর্যন্ত রোযাদারের মতো অনাহারে কাটাতে হয়। একথা ঠিক কি না? আর জানতে চাই, এক মহিলা রোযা ছিল। এ অবস্থায় হায়েয এসে যায়। এখন সে খানা-পিনা করতে পারবে কি না? নাকি বাকি সময়ের জন্যও পানাহার বর্জন করা জরুরি।

উত্তর

রমযান মাসের দিনের বেলায় হায়েয বন্ধ হয়ে গেলে ইফতার পর্যন্ত অবশিষ্ট  সময়  রোযাদারের  মতো  পানাহার ইত্যাদি বর্জন করা জরুরি। কিন্তু যে মহিলার হায়েয রমযানের দিনের বেলা শুরু হয়েছে সে বাকি সময় পানাহার করতে পারবে। তবে প্রকাশ্যে খাবে না।

-আলবাহরুর রায়েক ২/২৮৯; ফাতহুল কাদীর ২/২৮২; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭; আননাহরুল ফায়েক ২/৩৩; রদ্দুল মুহতার ২/৪০৮; আল জাওহারা ১/১৮৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন