শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মুহাম্মাদ ফারুকী - মিরপুর -১২

১৩৯৮. প্রশ্ন

হুজুর! আমি সরকারী চাকুরী করতাম। চাকুরী শেষে আমার পেনশন আমি সরকারের নিকট বিক্রি করে দিয়েছি। অতঃপর সমুদয় টাকা দিয়ে সরকারী সঞ্চয়পত্র কিনে রেখেছি। এর আয় দিয়েই মূলত আমার সংসার চলে। এখন জানতে চাই, এই টাকার উপর যাকাত দিতে হবে কি না?

উত্তর

হাঁ, সমুদয় সঞ্চয়পত্রের ক্রয়মূল্যের উপর যাকাত ফরয। এর আয়ের উপর আপনার সংসার-খরচ নির্ভরশীল হলেও এর যাকাত দিতে হবে।

প্রকাশ থাকে যে, সরকারী সঞ্চয়পত্র সম্পূর্ণ সুদী চুক্তিপত্র। তাই তা ক্রয় করা নাজায়েয এবং এর আয় হারাম। এ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

-আদ্দুররুল মুখতার ২/২৯৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন