মুহাম্মাদ মামুন আশরাফ - ফেনী
১৪৬৯. প্রশ্ন
আমাদের এলাকায় এক ব্যক্তির বিবাহে যে দুইজন সাক্ষী ছিল তাদের মধ্যে একজন অন্ধ ছিল। এখানে আমার জানার বিষয় হল, উক্ত বিবাহ সহীহ হয়েছে কি না?
উত্তর
হাঁ, উক্ত বিবাহ সহীহ। কিন্তু যেহেতু অন্ধের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়, তাই দৃষ্টিবান ব্যক্তিকেই সাক্ষী বানানো উচিত। যেন পরবর্তীতে কোনো প্রকার জটিলতায় পড়তে না হয়।
-বাদায়েউস সানায়ে ৩/৪০৪; আলবাহরুর রায়েক ৩/১৫৪; ফাতাওয়া খনিয়া ১/৩৩১; খুলাসাতুল ফাতাওয়া ২/১৪; রদ্দুল মুহতার ৩/২১-২৪