যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ ফয়সাল - ঢাকা

১৪৬৪. প্রশ্ন

কুরবানীর পশু জবাই করার পর তার পেটে জীবিত বাচ্চা পাওয়া গেলে তা কী করতে হবে? এমনিভাবে পশু ক্রয় করার পর কুরবানীর আগে বাচ্চা হলে বাচ্চার কী হুকুম? বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

কুরবানীর পশু জবাই করার পর তার পেটে জীবিত বাচ্চা পাওয়া গেলে তাকেও যবেহ করে দিবে এবং মায়ের মতো তার গোশতও খেতে পারবে। আবার সদকাও করতে পারবে।  আর কুরবানীর পশু খরিদ করার পর জবাইয়ের আগে তার বাচ্চা হলে সে বাচ্চা সদকা করে দেওয়া জরুরি। অবশ্য যবেহ না করে জীবিত সদকা করা ভালো।

-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২; খানিয়া ৩/৩৪৯; হিন্দিয়া ৫/৩০১; আদ্দুররুল মুখতার ৬/৩২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন