যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ মামুন - ঢাকা

১৪৫৮. প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম সাহেবের একটি হাত এক্সিডেন্টে ভেঙ্গে গেছে। তিনি ঐ প্লাস্টার করা হাতের উপর মাসেহ করে নামায পড়াচ্ছেন। এ অবস্থায় তার পিছনে আমাদের নামায সহীহ হবে কি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ইমাম সাহেবের পিছনে আপনাদের নামায সহীহ হয়েছে। কারণ এ ধরনের ওজরের সময় মাসেহ করার অনুমতি আছে এবং এতে অজুরও কোন ক্ষতি হয় না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৮৪; বাদায়েউস সানায়ে ১/৩৫৫; আননাহরুল ফায়েক ১/২৫৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৪৭; আদ্দুররুল মুখতার ১/৫৮৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন