যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ আমানুল্লাহ - ঢাকা

১৪৫৭. প্রশ্ন

আমাদের এলাকায় নিয়ম আছে যে, স্বামী-স্ত্রীর পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করে দেয়। স্ত্রী নিজে তার ফিতরা আদায় করে না। এতে কি স্ত্রীর সদকায়ে ফিতর আদায় হবে? অথচ তার আর্থিক অবস্থা এমন যে, তার উপর ছদকায়ে ফিতর ওয়াজিব হয়।

উত্তর

হ্যাঁ, স্বামী-স্ত্রীর ফিতরা আদায় করে দিলে তা আদায় হয়ে যাবে। অবশ্য ফিতরা আদায়ের পূর্বে স্ত্রীকে বলে নেওয়া ভালো।

-ফাতাওয়া খানিয়া ১/২২৮; আলবাহরুর রায়েক ২/২৫২; ফাতাওয়া বাযযাযিয়া ৪/১০৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন