মুহাম্মাদ শাহাদাত হুসাইন - ফেনী
১৪৫৬. প্রশ্ন
ক) ইহরাম অবস্থায় টুথপেস্ট, ক্রিম ও এধরনের সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যববহার করার হুকুম কী?
খ) কেউ যদি ইহরাম অবস্থায় পুরো মুখে সুগন্ধি ক্রিম লাগায় এতে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে কি না
উত্তর
ক) ইহরাম অবস্থায় সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করা নিষিদ্ধ। তাই এ সময়ে সুগন্ধিযুক্ত টুথপেস্ট, ক্রিম, সাবান ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকা আবশ্যক।
খ) ইহরাম অবস্থায় পুরো মুখে সুগন্ধি ক্রিম লাগালে দম ওয়াজিব হবে। অর্থাৎ একটি ছাগল অথবা এ ধরনের কোনো প্রাণী কোরবানী দিতে হবে।
-সহীহ মুসলিম ১/৩৭৩; গুনয়াতুন নাসেক ৮৯, ২৪২; ফাতহুল কাদীর ২/৪৩৮; আলবাহরুর রায়েক ২/৫৬৯; বাদায়েউস সানায়ে ২/৪১৫