যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ মাহমুদ আশরাফ - খুলনা

১৪৫৩. প্রশ্ন

জনৈক ব্যক্তি খুব বৃদ্ধ হয়ে গেছে। রোযা রাখার শক্তি নেই বলে রোযা রাখতে পারে না, ফিদইয়া আদায় করে। তিনি প্রতি বছর সদকায়ে ফিতর আদায় করেন। এ বছর এক ব্যক্তি বললেন, যেহেতু রোযা রাখতে পারে না তাই সদকায়ে ফিতর আদায় করতে হবে না। এখানে কি ঐ ব্যক্তির কথা সঠিক? নাকি সদকায়ে ফিতর আদায় করতে হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

রোযা রাখতে না পারলে সদকায়ে ফিতর আদায় করতে হবে না’’ এ কথা ঠিক নয়। রোযা রাখতে না পারলেও নেসাব পরিমাণ মাল থাকলে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে। অতএব উক্ত ব্যক্তি নেসাবের মালিক হয়ে থাকলে তাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে।

-বাদায়েউস সানায়ে ২/৫৫৯; ফাতাওয়া খানিয়া ১/২৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯২; আদ্দুররুল মুলতাকা ১/২৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন