মুহাম্মাদ তাজুল ইসলাম - বগুড়া
১৪৪২. প্রশ্ন
আমি এক বেসরকারী কোম্পানির মার্কেটিং বিভাগের ম্যানেজার। আমার এই বিভাগে কয়েকজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আমার পরিচিত কয়েকজন লোক আমাকে বলেছে যে, তাদের জন্য আমি যেন চাকুরির ব্যবস্থা করি। জানিয়ে বাধিত করবেন যে, আমি যদি তাদের সাথে এই শর্ত করি যে, চাকুরি হয়ে গেলে মাসিক বেতনের শতকরা ৮ থেকে ১০ ভাগ ১০ বছর যাবত আমাকে দিতে হবে তবে কি আমার জন্য তা জায়েয হবে?
উত্তর
না, এ ধরনের চুক্তি করা এবং এ টাকা নেওয়া আপনার জন্য বৈধ হবে না। এটা ঘুষ তথা উৎকোচের শামিল।