যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

রকীব হাসান - পল্লবী, ঢাকা-১২১৬

১৪৪১. প্রশ্ন

আমি এক ঔষধ কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন দোকানে ঔষধ সেল করি। একদিন এক জায়গায় ঔষধ দেওয়ার সময় ২,৫০০/- টাকার পরিবর্তে ভুলে ৩,০০০/- টাকা লিখে ফেলি। আর ঐ ৩,০০০/- টাকা কোম্পানিকে জমা করে দেই। পরে যখন বুঝতে পারি যে, ৫০০/-টাকা বেশি বিল করেছি তখন আমার উপরের কর্মকর্তাকে গিয়ে ঘটনাটি বলি, কিন্তু তিনি ৫০০/- টাকা দিতে অস্বীকার করেন।

জানতে চাই, ঐ ৫০০/- টাকা কি আমার পক্ষ থেকে দিতে হবে? শরয়ী বিধান কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

দোকানদারকে ঐ ৫০০/- টাকা ফেরত দেওয়া আপনার কর্তব্য। আর আপনি যেহেতু কোম্পানিতে ঐ টাকা জমা করেছেন তাই তা আপনি ফেরত পাবেন। কোম্পানী কর্তৃপক্ষের জন্য তা ফেরত দিতে গড়িমসি করা জায়েয নয়।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন