যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

মুহাম্মাদ হাতিফ - পল্লবী

১৪৯০. প্রশ্ন

আমি গত বছর হজ্ব করেছি। হজ্বের সময় আমার একটি ভুল হয়েছিল। আমি মক্কায় পৌঁছে উমরাহ করে ইহরাম খুলে ফেলি। তারপর আমার জানা না থাকায় ইহরাম ছাড়াই ওকুফে আরাফার জন্য ময়দানে চলে যাই। আরাফার ময়দানে এক ব্যক্তি আমাকে বলল, আপনার ইহরাম কোথায়? ইহরাম ছাড়া তো হজ্ব হয় না। তখন আমি এক আলেমকে জিজ্ঞাসা করে নয় তারিখ যোহরের পূর্বেই ইহরাম করে ফেলি। তারপর হজ্বের বাকি কাজ সম্পন্ন করি।

এখন জানার বিষয় হল, আমার হজ্ব সহীহ হয়েছে কি না? অন্যথায় আমার কী করণীয়?

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার তামাত্তু হজ্ব আদায় হয়েছে। তবে হজ্বের ইহরাম হেরেমে না বেঁধে আরাফায় বাঁধার কারণে দম ওয়াজিব হয়েছে। কেননা, তামাত্তুকারী যদি মক্কায় থাকে তাহলে তার জন্য হেরেমের ভিতরেই ইহরাম বাঁধা ওয়াজিব। আর আরাফা যেহেতু হিলের অন্তর্ভুক্ত তাই ওয়াজিব ছাড়ার কারণে দম দিতে হবে। বছরের যে কোনো সময় হেরেমের ভিতর বকরি, দুম্বা ইত্যাদি যবাই করে দম আদায় করা যাবে। আর বিনা ওযরে দম আদায়ে বিলম্ব না করাই উত্তম।

-মানাসিকে মোল্লা আলী পৃ. ২৮৬; গুনয়াতুন নাসেক পৃ. ২১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩০০; রদ্দুল মুহতার ২/৫৩৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন