যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

মুহাম্মাদ শামছুল হক - ধানমন্ডি

১৪৮৮. প্রশ্ন

জনৈকা মহিলা কুয়েতে চাকুরীরত অবস্থায় অন্যান্য মহিলাদের সাথে নিজ মাহরাম ছাড়া হজ্ব করেছে। তার ফরয হজ্ব আদায় হয়েছে কি? অন্যথায় তার কী করণীয়? জানালে উপকৃত হব। উল্লেখ্য যে, তার জন্য পুনরায় হজ্ব করা সম্ভব নয়।

উত্তর

অন্যান্য সফরের মতো মাহরাম ব্যতিত মহিলাদের হজ্বের সফর করাও নাজায়েয। এ হুকুম লঙ্ঘন করার কারণে গুনাহ হয়েছে। তবে তার ফরয হজ্ব আদায় হয়ে গেছে।

-গুনয়াতুন নাসেক পৃ. ২৯; রদ্দুল মুহতার ২/৪৬৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন