মুহাম্মাদ ইমদাদ - নড়াইল
১৪৮৭. প্রশ্ন
আমি এ বছর হজ্বে যাওয়ার নিয়ত করেছি। শুনেছি, এহরাম অবস্থায় মাথার চুল ফেলা নিষেধ। আমার চুল পড়ার রোগ আছে। এভাবেই চুল পড়ে যায়। এ অবস্থায় আমার কী করণীয়? এ কারণে কি আমার উপর কাফফারা ওয়াজিব হবে? জানালে উপকৃত হব।
উত্তর
ইচ্ছা করে তোলা ছাড়া এমনিতেই যদি চুল পড়ে যায় তাহলে এতে কোনো গুনাহ নেই এবং এ কারণে কোনো সাদকাও ওয়াজিব হয় না। তাই রোগের কারণে চুল পড়ে যাওয়ার দরুন আপনার উপর কোনো কিছু ওয়াজিব হবে না।
-গুনয়াতুন নাসেক পৃ. ২৫৮; মানাসিকে মোল্লা আলী ক্বারী পৃ. ৩২৮; আলবাহরুর রায়েক ২/৯