যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

মুহাম্মাদ সাইফুল ইসলাম - নারিন্দা

১৪৮৬. প্রশ্ন

আমি একজন ভাস্কর্য শিল্পী। মূর্তি তৈরি করাই আমার পেশা। গত কয়েক বছর আগে ঢাকার একটি প্রসিদ্ধ মন্দিরে দূর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির দায়িত্ব পাই। তখন থেকে আমি প্রতি বছর ঐ মন্দিরে প্রতিমা তৈরির কাজ করে আসছি। এ বছর খবরটা পত্রিকাতে প্রকাশিত হওয়ায় কিছু লোক আমাকে কাফের হিসেবে    মন্তব্য করেছে। অথচ আমি হিন্দু ধর্মকে মিথ্যা মনে করি। ইসলামকে মনে প্রাণে সত্য বলে বিশ্বাস করি। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই আমি এ কাজ করে থাকি।

এখন প্রশ্ন এই যে, আমি প্রতিমা তৈরির কারণে কি সত্যিই কাফের হয়ে গিয়েছি? শরীয়তের দৃষ্টিতে অর্থ উপার্জনের জন্য মূর্তি তৈরির পেশা অবলম্বন করা কি বৈধ?

উত্তর

ভাস্কর্য বা মূর্তি তৈরি করা ভয়াবহ কবীরা গুনাহ। এটাকে পেশা হিসেবে গ্রহণ করা সম্পূর্ণ হারাম। হাদীস শরীফে এ ব্যাপারে কঠিন আযাবের কথা বলা হয়েছে। আর পূজার জন্য প্রতিমা তৈরি করে দেওয়া, মন্দিরের মূর্তি তৈরি করা তো এমন ভয়াবহ কাজ, যা কোনো মুসলমান করতে পারে না। এটা তো কুফরের প্রতি কোনোরূপ ঘৃণা না থাকা এবং কুফরকে পছন্দ করার আলামত বহন করে। অবশ্য আল্লাহ তাআলার উপর ঈমান রেখে পূজার সহযোগিতার নিয়ত না করে শুধু পেশা হিসাবে অবলম্বন করলে কাফের হয়ে যাবে না। তবে সামনে থেকে এ কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং বিগত দিনের গুনাহর জন্য কায়মনোবাক্যে আল্লাহ তাআলার নিকট তাওবা করতে হবে।

-সহীহ বুখারী ১/২৯৬; উমদাতুল কারী ২২/৭০; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩২৯; ইকফারুল মুলহিদীন পৃ. ৫৮; রদ্দুল মুহতার ৪/২২২; শরহু ফিকহিল আকবার পৃ. ১৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন