যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

লোকমান - কুমিল্লা

১৪৮৪. প্রশ্ন

আমার একটি ডেইরি ফার্ম আছে। তাতে ৭০-৮০ টি গরু আছে। আমি এগুলোর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। এ গরুগুলোর সকল খরচ আমাকেই বহন করতে হয়। আমাকে কি উক্ত গরুগুলোর যাকাত দিতে হবে।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে উক্ত ডেইরি ফার্মের গরুর যাকাত দিতে হবে না। অবশ্য দুধ বিক্রি করে যে টাকা আয় হয় তার উপর সাধারণ নিয়মে যাকাত ওয়াজিব হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২,১৭৬; আলবাহরুর রায়েক ২/২১২,২০২; আদ্দুররুল মুখতার ২/২৭৫.২৬৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন