যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

আবুল কালাম - নরসিংদী

১৪৮২. প্রশ্ন

জনৈক ব্যক্তি আমার কাছ থেকে ৫০,০০০/-টাকা ঋণ নিয়ে তার একটি বাড়ি বন্ধক রাখে। বাড়িটিতে আগে ভাড়াটিয়া থাকত। এখন কেউ থাকে না। তবে বাড়ির কারেন্ট লাইন ও গ্যাস লাইন সচল রয়েছে। প্রশ্ন হল, এর কারেন্ট বিল ও গ্যাস বিল আদায় করা কার যিম্মায়?

উত্তর

প্রশ্নোক্ত বাড়িটির কারেন্ট বিল ও গ্যাস বিল আদায় করবে বাড়ির মালিক। বন্ধক গ্রহিতার উপর এ বিল আদায়ের দায়িত্ব চাপানো শরীয়তসম্মত নয়।

-হিদায়া ৪/৫২৩; তাবয়ীনুল হাকায়েক ৬/৬৮; আলবাহরুর রায়েক ৮/২৩৯; আদ্দুররুল মুখতার ৬/৪৮৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন