ফরহাদ - গাজীপুর
১৪৮১. প্রশ্ন
জনৈক ব্যক্তির নিকট বছরের শুরুতে নেসাব পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত মাল ছিল। ঘটনাক্রমে বছরের মাঝে তার পুরা মাল শেষ হয়ে যায়। অতঃপর বছরের শেষে সে আবার নেসাব পরিমাণ মালের মালিক হয়। এখন তার উপর উক্ত বছরের যাকাত ওয়াজিব হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ বছরের যাকাত ফরয নয়। কারণ বছরের কোনো অংশে যাকাতযোগ্য সম্পদ পুরোটা শেষ হয়ে গেলে ঐ বছর যাকাতের জন্য হিসাব যোগ্য থাকবে না; এক্ষেত্রে পরবর্তীতে যখন পুনরায় নেসাবের মালিক হবে তখন থেকে নতুন বছর গণনা শুরু করবে। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি বছর শেষে যখন থেকে নেসাবের মালিক হয়েছে তখন থেকে নতুন করে বছরের হিসাব শুরু করবে।
প্রকাশ থাকে যে, বছরের শুরু ও শেষে যার নেসাব পরিমাণ সম্পদ থাকবে এবং বছরের মাঝে যাকাতযোগ্য সম্পদ সম্পূর্ণ শেষ না হয়ে যাবে, যদি নেসাব পরিমাণ থেকে কমেও যায় তাহলেও তাকে বছর শেষে সমুদয় সম্পদের যাকাত দিতে হবে। কিন্তু যদি বছরের কোনো অংশে অর্থাৎ বছর পূর্ণ হওয়ার আগে নেসাবের মাল একেবারেই না থাকে তখন ঐ বছরের যাকাত তার উপর ফরয থাকে না।
-বাদায়েউস সানায়ে ২/১৬৬; ফাতাওয়া খানিয়া ১/২৫১; তাবয়ীনুল হাকায়েক ১/২৮০; আদ্দুররুল মুখতার ২/৩০২