যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

ইয়ামীন হাসান - ঢাকা

১৪৭৮. প্রশ্ন

কুলি করার পর সাধারণত মুখে যে পানি লেগে থাকে তা রোযা অবস্থায় থুথুর সাথে গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে কি?

উত্তর

না, এতে রোযার কোনো ক্ষতি হবে না।

-ফাতাওয়া বাযযাযিয়া ৪/১০০; মাজমাউল আনহুর ১/৩৬১; তাহতাবী আলাল মারাকী ৬৬০; আদ্দুররুল মুখতার ২/৩৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন