ইয়ামীন হাসান - ঢাকা
১৪৭৮. প্রশ্ন
কুলি করার পর সাধারণত মুখে যে পানি লেগে থাকে তা রোযা অবস্থায় থুথুর সাথে গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে কি?
উত্তর
না, এতে রোযার কোনো ক্ষতি হবে না।
-ফাতাওয়া বাযযাযিয়া ৪/১০০; মাজমাউল আনহুর ১/৩৬১; তাহতাবী আলাল মারাকী ৬৬০; আদ্দুররুল মুখতার ২/৩৬২