যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

সালেহ আহমাদ টিটু - মণিরামপুর

১৪৭৫. প্রশ্ন

অনেক লোকের ঘরে শোকেসের মধ্যে বিভিন্ন প্রকার দামি দামি জিনিস থাকে। যেগুলোর মধ্যে অনেক জিনিস এমন আছে যা বছরে একবারও ব্যবহারে আসে না। এগুলোর দাম হিসাব করলে অনেক ক্ষেত্রে তা নেসাব থেকেও বেশি হয়। এ সমস্ত জিনিসের উপর যাকাত আসবে কি না? যাকাত না আসলে এগুলোর কারণে কুরবানী ওয়াজিব হবে কি না?

উত্তর

এসব জিনিসপত্র যেহেতু যাকাতযোগ্য সম্পদ নয় তাই এগুলোর উপর যাকাত আসবে না। তবে এগুলোর মূল্য নেসাব পরিমাণ হলে কুরবানী ওয়াজিব হবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩; আননাহরুল ফায়েক ১/৪১৫; তাবয়ীনুল হাকায়েক ১/২৫৩; আদ্দুররুল  মুখতার ২/২৬৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন