মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

জারীর - বাসাবো, ঢাকা

৪২০৩. প্রশ্ন

এক ব্যক্তি আমাকে ব্যবসা করার জন্য ২ লক্ষ টাকা দিয়েছে। আর বলেছে, তুমি এই টাকা দিয়ে ব্যবসা কর। আর যা লাভ হবে, সেখান থেকে তুমি তোমার পরিবারের জন্য প্রয়োজনমত খরচ কর। আর তারপর যদি কিছু টাকা বাকি থাকে তাহলে আমাকে দিয়ো, আর যদি বাকি না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নাই। এখন আমি জানতে চাচ্ছি, আমাদের এই চুক্তি সহীহ হয়েছে কি না?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি আপনাকে যে পদ্ধতিতে টাকা দিয়েছে তা শরীয়তসম্মত হয়নি। আপনারা চাইলে নিম্নের দুটি পদ্ধতির কোনো এক পদ্ধতিতে চুক্তি করতে পারেন। হয়ত ঐ ব্যক্তি আপনাকে ব্যবসা করার জন্য করযে হাসানা দিবে। আপনি ব্যবসা করে মুনাফা হলে তা নিজে গ্রহণ করবেন এবং সময়মতো তার ঋণ পরিশোধ করবেন। এক্ষেত্রে মুনাফা যাই হোক সে এর ভাগ দাবি করতে পারবে না।

অথবা সেই ব্যক্তি আপনার সাথে মুদারাবা চুক্তি করতে পারে। এক্ষেত্রে ব্যবসার লভ্যাংশ উভয়ের মধ্যে শতকরা হারে বণ্টনের চুক্তি পূর্ব থেকেই নির্ধারিত হতে হবে। তবে লভ্যাংশ  বণ্টনের পর বিনিয়োগকারী চাইলে নিজের অংশের লাভের পুরোটা অথবা আংশিক আপনাকে দিয়ে দিতে পারে। অথবা চুক্তির সময়েই খুব সামান্য পরিমাণে নিজের জন্য লাভের হার নির্ধারণ করে বাকিটা আপনার জন্য নির্ধারণ করতে পারে। যেমন ঠিক করা হল যে, নীট মুনাফার ৮০% আপনার আর ২০% তার থাকবে। তবে লাভের হার যাই রাখা হোক, চুক্তি সহীহ হওয়ার জন্য লভ্যাংশ শতকরা হারে নির্ধারণ করা আবশ্যক।

-আলমুহীতুল বুরহানী ১৮/১২৬; আলবাহরুর রায়েক ৭/২৬৪; বাদায়েউস সানায়ে ৫/১১৯; আদ্দুররুল মুখতার ৫/৬৪৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন