মুহাম্মাদ শরীফুল হক - চৌহালি, সিরাজগঞ্জ
৪১৯৯. প্রশ্ন
এখন সাধারণত বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি দেয়া থাকে যে, এক বছর, দুই বছর বা কম-বেশি বিভিন্ন মেয়াদের ভেতর তা নষ্ট হয়ে গেলে বা তাতে বিশেষ কোনো সমস্যা হলে (যা বিক্রয়ের সময় উল্লেখ থাকে) কোম্পানীর পক্ষ থেকে ফ্রি সার্ভিসিং সেবা প্রদান করা হবে। এ বিষয়ে দুটি মাসআলা জানতে চাই-
১. এ ধরনের সেবা প্রদানের শর্তে পণ্য ক্রয় করা বৈধ কি না?
২. ক্রয়-বিক্রয়ের সময় নির্ধারিত শর্ত সাপেক্ষে এই সেবা প্রদান করা বিক্রেতার জন্য আবশ্যক কি না?
উত্তর
নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফ্রি সাভিসিং সেবা প্রদানের শর্তে পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয আছে। অতএব কেউ এমন শর্তে পণ্য বিক্রি করলে সেই মেয়াদে উক্ত সেবা প্রদান করা বিক্রেতার জন্য আবশ্যক হবে।
-আলমাবসূত, সারাখসী ১৩/১৪; আদ্দুররুল মুখতার ৫/৮৭; তাকমিলা ফাতহুল মুলহিম ১/৬৩৫