খায়রুল ইসলাম - ঢাকা
৪১৯৭. প্রশ্ন
কিছুদিন আগে আমি আমার একটা কাজের জন্য মান্নত করেছিলাম যে, কাজটা হলে একটা ছাগল জবাই করে গরীবদেরকে খাওয়াব। এখন আমি জানতে চাচ্ছি, মান্নতের সেই ছাগল রান্না হলে তার গোশত আমি ও আমার পরিবার খেতে পারব কি না? যদি সবার সাথে কিছুটা খেয়ে ফেলি তাহলে কোনো অসুবিধা আছে কি?
উত্তর
মান্নতের ছাগলের গোশত নিজেরা খেতে পারবেন না। বরং তার পুরোটাই গরীব-মিসকীনদের হক। তাদেরকেই সদকা করে দিতে হবে। যদি নিজেরা এর গোশত খেয়ে ফেলেন তাহলে ঐ পরিমাণ গোশতের মূল্য সদকা করা আবশ্যক হবে।
-আলমুহীতুল বুরহানী ৮/৪৬০; আলবাহরুর রায়েক ৮/১৭৮; ফাতাওয়া খানিয়া ৩/৩৫৪; রদ্দুল মুহতার ৬/৩২৭