শাহীন ইকবাল - ওয়েব থেকে প্রাপ্ত
৪১৯৬. প্রশ্ন
আমার পিতা (৫৮) অন্যের তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দতের মধ্যে বিবাহ করেছে। শরীয়তে এই বিবাহের হুকুম কী? পিতার সাথে আমার কী ধরনের সম্পর্ক রাখা উচিত? প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, আমার বয়স ২৭। এখনো ছাত্র। এখনো বাবার টাকায় আমার খরচ চলে। বাড়ীতে আম্মা ও ছোট ভাই (৭) আছে। আম্মা এই বিবাহ মোটেই মানতে পারছেন না। এই অবস্থায় আমার করণীয় কী এ বিষয়ে পরামর্শ দেওয়ার আবেদন করছি।
উত্তর
কারো তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দত অবস্থায় বিবাহ করা হারাম। তাই আপনার পিতার উক্ত বিবাহ সহীহ হয়নি। এ অবস্থায় উক্ত মহিলার সাথে তার একত্রে অবস্থান সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَ لَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ
আর যতক্ষণ পর্যন্ত তারা ইদ্দতের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না করে, ততক্ষণ পর্যন্ত বিবাহের আকদ পাকা করার ইচ্ছাও করো না। -সূরা বাকারা (২) : ২৩৫
সুতরাং তাদের জন্য এক্ষুনি পৃথক হয়ে যাওয়া জরুরি। ভবিষ্যতে তারা একত্রে থাকতে চাইলে তালাকের ইদ্দত শেষে পুনরায় দু’জন সাক্ষীর সামনে মোহর ধার্য করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
এক্ষেত্রে আপনার দায়িত্ব হল, সুন্দরভাবে পিতাকে বিষয়টি বুঝিয়ে বলা, যেন তিনি ঐ সম্পর্ক ত্যাগ করেন। কিন্তু এ নিয়ে তার সামনে বিবাদে লিপ্ত হবেন না। আর তার দেয়া টাকা ব্যবহার করা আপনার জন্য জায়েয।
-বাদায়েউস সানায়ে ২/৫৪৯; আলবাহরুর রায়েক ৪/১২৭; রদ্দুল মুহতার ৩/১৩২